রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫
09 Feb 2025 06:15 am
|
০৮ ফেব্রæয়ারি-২০২৫, শনিবার দিনব্যাপী রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে ঐতিহ্যবাহী ‘মেজবান ও মিলনমেলা-২০২৫’ আয়োজন করা হয়।বিভিন্ন পেশা, শ্রেণি ও নানান বয়সের প্রায় ত্রিশ হাজার লোকের সমাগমে মুখরিত হয়ে উঠে কলেজের আঙ্গিনা। শুধু চট্টগ্রামের বাসিন্দা নয়,বিভিন্ন জেলার লোকও অথিতি হিসেবে মেজবানে অংশগ্রহণ করেন।
অষ্ঠাদশ শতক থেকে পুরোপুরি চট্টগ্রামে চালু হয় এ মেজবানির আয়োজন। শতবছরের অধিক পুরোনো চট্টগ্রাম সমিতি ঢাকা চট্টগ্রামবাসীর এ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি দু’বছর পর পর এ ধরনের মেজবান আয়োজন করে থাকে।হাজার হাজার লোকের পদচারণায় এ মেজবান উৎসবের আমেজে পরিণত হয়; চেনা জানা পরিচিতি অনেকের সাথে দেখা সাক্ষাত হয়, নিজেদের আঞ্চলিক ভাষায় মন খুলে কথা বলে পরস্পরের সাথে; এ যেন হয়ে উঠে ঢাকার বুকে একখন্ড চট্টগ্রাম।
ঢাকায় অবস্থানরত চট্টগ্রামবাসী এ ঐতিহ্যকে ধারণ করে প্রতিবারের মতো আজকের এই মেজবান ও মিলন মেলা আয়োজন করেছে ঢাকায় অবস্থানরত চট্টলাবাসীকে আলাদা আনন্দ ও পারচিতি দিয়েছে। চট্টগ্রামের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য এবং ভাষাগত স্বাতন্ত্র্য, চট্টগ্রামবাসী এ সমৃদ্ধ ঐতিহ্যকে সবসময় লালন ও ধারণ করে থাকে।
সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যক্তব্য রাখেন মেজবান কমিটির আহŸায়ক নাছির উদ্দিন,সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সহসভাপতি, অর্থ সম্পাদক,যুগ্ম সাধারন সম্পাদক,সাংগঠনিক সম্পাদকসহ সদস্যবৃন্দ, সমিতির উপদেষ্টা পরিষদ,ট্রাস্টি বোর্ড ও হাসপাতাল কমিটির সকল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য সচিব ও সদস্যবৃন্দ।
এছাড়া সরকারের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, প্রকৌশলী, বিচারপতি, আইনজীবী, চিকিৎসক, বেসরকারী সংস্থার কর্মকর্তাসহ নানান পেশাজীবী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যবাহী ‘চট্টলশিখা’র মোড়ক উন্মোচন করা হয় এবং প্রতিবারের মতো এবারও সমাজের নানাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাঁচজন বিশিষ্টজনকে ‘চট্টগ্রাম সমিতি পদক’ প্রদান করা হয়েছে।
পদকপ্রাপ্তরা হলেন:- চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক (ডাঃ) মোঃ আবুল ফয়েজ; শিল্প ও উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিএসআরএম গ্রæপের চেয়ারম্যান আলীহুসেইন আকবরআলী এফসিএ; সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরহুম শাহসুফী মাওলানা আব্দুল জব্বার (মরণোত্তর); চট্টগ্রাম সমিতি ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ লায়লা সিদ্দিকী এবং পরিবেশ উন্নয়নে বিশেষ অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মুকিত মজুমদার বাবু-কে সম্মাননা পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন এবং চট্টগ্রাম সমিতিকে পদক প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর ঐতিহ্যবাহী মেজবানি খাবার দ্বারা আগত সকল অতিথিদের আপ্যায়ন করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় এবং চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করা হয়।
বার্তা প্রেরক, (ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক)সাধারণ সম্পাদক.চট্টগ্রাম সমিতি-ঢাকা।